স্মাইলি গুলির বাংলা মানে

বিভিন্ন স্মাইলির মানে
1. 😀 - সাধারণ হাসিমুখ
2. 😃 - গোল চোখ ও খোলামুখে হাসি
3. 😄 - চোখে আনন্দের টান ও খোলা মুখে হাসির লক্ষণ
4. 😁 - চোখে মুখে অল্প অল্প হাসি
5. 😆 - খোলা মুখে চোখ বন্ধ করে হাসি
6. 😅 - হাসিতে চোখে জল আসা
7. 😂 - অট্টহাসি/জোরে জোরে হেসে চোখে জল চলে আসা
8. 🤣 - হেসে গড়াগড়ি খাওয়া
9. ☺️ - লাজুক হাসি
10.😊 - একটু লাজুক ও একটু খুশির মিশ্রণ
11. 😇 - দেবলোকের আনন্দ
12. 🙂 - সন্তুষ্টির হাসি
13. 🙃 - খুশিতে পরোয়া না করা
14. 😉 - একচোখ মারা
15. 😌 - সবকিছু ঠিকঠাক , রিল্যাক্সড
16. 😍 - কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ভালোবাসা দেখানো
17. 🥰 - প্রেম অনুভব
18. 😘 - থ্রোয়িং কিস/ ফ্লাইং কিস
19. 😗 - নরম্যাল কিস/ সাধারণ চুম্বন
20. 😙 - আনন্দের সাথে চুম্বন
21. 😚 - অত্যন্ত আনন্দের সাথে চুম্বন
22. 😋 - চুমুর খুশিতে ডগমগ
23. 😛 - লোভনীয় খাবার দেখে জিভে জল
24. 😝 - লজ্জায় জিভ কাটা
25. 😜 - কারো বিষয়ে মজা করে জিভ বের করে নির্লজ্জের মতো হাসি
26. 🤪 - পরিকল্পনার সাথে কারো ব্যপারে মজা করা
27. 🤨 - প্রশ্ন / Doubt
28. 🧐 - সন্দেহের চোখে প্রশ্ন
29. 🤓 - স্মার্ট এবং মজার অবয়ব
30. 😎 - স্মার্টনেস দেখানো
31. 🤩 - কোনোকিছু দেখে উচ্ছাসে ফেটে পড়া
32. 🥳 - পার্টির আনন্দ
33. 😏 - মুখ বাংলার পাঁচ হয়ে গেছে/ অভিমান
34. 😒 - একাকীত্ব
35. 😞 - ব্যর্থ
36. 😔 - দূঃখ
37. 😟 - চিন্তিত
38. 😕 - কনফিউজড
39. 🙁 - কি হবে তা জানি না
40. ☹️ - কি হবে তা নিশ্চিতভাবে জানি না
41. 😣 - অসহায়
42. 😖 - যেটা চাইনা সেটাই হয়
43. 😫 - চেষ্টা করে করে ক্লান্ত
44. 😩 - আর পারছি না
45. 🥺 - প্লিজ
46. 😢 - কান্না
47. 😭 - চিৎকার করে কান্না
48. 😤 - যা করেছি বেশ করেছি
49. 😠 - রাগ
50. 😡 - ভীষণ রাগ
51. 🤬 - রাগে গালি দেওয়া
52. 🤯 - খুব বেশি আশ্চর্যজনক, কোনোকিছু শুনে হুশ উড়ে যাওয়া
53. 😳 - অবাক
54. 🥵 - ঝাল, গরম
55. 🥶 - ঠান্ডা
56. 😱 - গল্প বলে ভয় দেখানো বা ভয় পাওয়ার ভান করা
57. 😨 - ভয় পাওয়া
58. 😰 - ভয়ে কান্না
59. 😥 - দুশ্চিন্তা
60. 😓 - নিরাশা
61. 🤗 - কোলাকুলি করা, Hug করা, জড়িয়ে ধরা
62. 🤔 - চিন্তিত
63. 🤭 - মুখে হাত দিয়ে হাসি
64. 🤫 - সাইলেন্স!!!!! Shhhhhhhh! চুপ !!
65. 🤥 - মিথ্যাবাদী
66. 😶 - নির্বাক / বাকহীন / কথা হারিয়ে ফেলা / কথা বলার নেই কিছু / চুপ থাকতে চাই
67. 😐 - আবেগশূন্য
68. 😑 - অপ্রকাশিত আবেগ
69. 😬 - ছিঃ ছিঃ
70. 🙄 - তাই নাকি? / কিছু বুঝতে পারলাম না
71. 😯 - শুনে অবাক
72. 😦 - অবিশ্বাস্য
73. 😧 - একান্ত ভাবে না চাওয়া জিনিস ঘটে গেছে
74. 😮 - ওয়াও!!!
75. 😲 - ওয়াও!!! দারুন!!
76. 🥱 - ঘুম আসছে
77. 😴 - ঘুমিয়ে যাচ্ছি
78. 🤤 - লোভে লালা ঝরছে
79. 😪 - ভালো লাগছে না কিছুই
80. 😵 - ঘোর ঘোর লাগছে / নেশাগ্রস্ত
81. 🤐 - আমার কাছে বলার মতো শব্দ নেই
82. 🥴 - বিরক্ত, ঘোর ঘোর, মাথা বনবন করছে সব একসাথে
83. 🤢 - অসুস্থ / পচা / দুর্গন্ধযুক্ত
84. 🤮 - বমি
85. 🤧 - নাকে জল
86. 😷 - মাস্ক
87. 🤒 - জ্বর
88. 🤕 - দুর্ঘটনাগ্রস্থ/ অসুস্থ
89. 🤑 - টাকার লোভ
90. 🤠 - স্বাধীন